• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চৌদ্দগ্রামে পাপ্পনের বস্তায় বিশেষ কায়দায় পাচারকালে গাঁজাসহ আটক ২

  • ''
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পাপ্পনের বস্তায় বিশেষ কায়দায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলো; মাদারীপুর সদর থানার মিঠাপুর গ্রামের মৃত নওয়াব আলী ব্যাপারীর ছেলে আবু ছিদ্দিক ও নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার পনাম গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল।  শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পৌনে নয়টায় উপ-পরিদর্শক ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা পাপ্পনসহ দুই যুবককে আটক করে।  পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পাপ্পনের বস্তা তল্লাশী চালিয়ে ৫ কেজি করে দুই বস্তায় থাকা ১০ কেজি গাঁজা জব্দ করে।  আটককৃত যুবক আবু ছিদ্দিক ও মোঃ রুবেল দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করতো।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম বলেন, ‘পাপ্পনের বস্তায় করে বিশেষ কায়দায় পাচারকালে দুই বস্তায় থাকা ১০ কেজি গাঁজা জব্দ ও দুই যুবককে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads